ময়নাগুড়ি, ২৭ মার্চ : মা ও ছেলের রহস্য মৃত্যুর পাঁচ মাস কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত। পুলিশ তদন্ত করলেও এখনো অভিযুক্তের কোনো হদিস পাননি বলেই জানা যায়। তবে পুলিশ এখনো সেই ঘটনার তদন্ত চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, " মা ও ছেলের একই দিনে মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় ময়নাতদন্তে মায়ের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর ছেলেকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনো চলছে। আসলে তাদের পরিবারে মা ও ছেলে ছাড়া আর কেউ না থাকায় সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি সে হিসাবে তদন্ত এগোচ্ছে।"
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসের ২১ তারিখ ময়নাগুড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পরিমল বর্মন (৪৫) এবং তার মা সবিতা বর্মন (৬৫) এর একই দিনে জোড়া মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পরেই খুনের অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। সেই ঘটনায় উদ্ধার হয় ধারালো অস্ত্র। স্নিপার ডগ দিয়েও চলে তল্লাশি। কিন্তু সেই ঘটনার দীর্ঘ প্রায় পাঁচ মাস কেটে গেলেও এখনো কোনো অভিযুক্ত ধরা পড়েনি। যা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।