ধূপগুড়িতেঃ
ফের ধূপগুড়ি তে করোনা গ্রাফ বারতে শুরু করেছে।তবুও হুশ ফিরছে না সাধারণ মানুষের। একটা বড় অংশের মানুষ এখনো মাস্ক ছাড়া শহরে ঘুরে বেড়াচ্ছেন, ভিড় জমাচ্ছেন বিভিন্ন দোকানে। এমনকি সামাজিক দূরত্ব মানা হচ্ছে না অনেক জায়গা তেই।যারা বাজাতে আসছেন তাদের কার মাস্কবঝুলছে থুতনিতে আবার কারো মাস্ক রয়েছে পকেটে। এমনই ছবি ধরা পরলো ক্যামেরাতে।

যত করোনা পরীক্ষার বাড়ছে ততোই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ধূপগুড়ি তে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বারায় চিন্তিত স্বাস্থ্য দফতর থেকে পৌর কর্তৃপক্ষ।

তাই এদিন ধূপগুড়ি প্রেসক্লাবের তরফে সরস্বতী পূজার মন্ডপ এর খুটি পূজা উপলক্ষে শহরে মাস্ক ছাড়া মানুষ দেরমধ্যে মাস্ক ও লাড্ডু বিতর বিতরণ করা হয়। তাদেরকে সচেতন করতে এবং লজ্জা দিতেই একপ্রকার মিষ্টিমুখ করানো হয় লাড্ডু খাইয়ে। কাছে আবেদন করা হয় যাতে শহরে মাস্ক তারা ব্যবহার করেন কারণ শহরে যেভাবে করণা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তিত সাংবাদিকরাও ।

এদিকে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন, গতকাল পর্যন্ত সেই সংখ্যা ছিল ৮২ জন ।এবার নতুন করে করনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৭ জন।
ধূপগুড়ি থেকে সৃঞ্জয় দাসের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *