মালদা: মালদার গাজোলের তুলসীডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা যায়, শুক্রবার রাতে কলকাতা থেকে বালুরঘাটগামী ট্রেনটি গাজোল স্টেশন ছেড়ে যায়। এরপরেই তুলসীডাঙ্গা এলাকায় ট্রেনের লাইনে ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। ঘটনা জানাজানি হতেই ছুটে আসে রেল আধিকারিকরা। এরপর ক্ষতবিক্ষত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যান রেল আধিকারিরা বালুরঘাট রেল মর্গে। জানা যায়, ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম অর্জুন সাহা (৪২)। তার বাড়ি গাজল তুলসী ডাঙ্গা এলাকায়। পেশায় তিনি ছিলেন বাস হকার। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
