তুফানগঞ্জ:
দুয়ারের সরকার ক্যাম্পে মহিলাদের লক্ষীর ভান্ডারের আবেদনপত্র পূরণ করে নিজেই জমা দিলেন বিডিও, ঘটনাটি তুফানগঞ্জ ২ ব্লকের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের
আরো একবার প্রশাসনের মানবিক রূপ দেখা গেল দুয়ারের সরকার ক্যাম্পে। সেখানে আসা মহিলাদের লক্ষীর ভান্ডার এর আবেদন পত্র পূরণ করে নিজে হাতে জমা দিলেন বিডিও প্রসেনজিৎ কুন্ডু। বৃহস্পতিবার এহনো ঘটনা চাক্ষুষ করলেন দুয়ারের সরকারে আসা উপভোক্তা রা।
জানাযায়, রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার চতুর্থ তম দুয়ারের সরকারের ক্যাম্প বসেছে জেলার তুফানগঞ্জ -২ ব্লকের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি উচ্চতর বিদ্যালয়ের মাঠে। আচমকা দুয়ারের সরকার ক্যাম্প এসে হাজির হন তুফানগঞ্জ -২ বিডিও প্রসেনজিৎ কুণ্ডু । এদিন, দুয়ারের সরকার ক্যাম্প সংলগ্ন একাধিক অস্থায়ী জেরক্স ও অনলাইনের দোকান অন্যত্র সরানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি দুয়ারের সরকারে ক্যাম্পে আপন মনে এক টেবিলে বসে একাধিক মহিলার লক্ষীর ভান্ডারের আবেদনপত্র পূরণ করেন নিজে হাতেই। পাশাপাশি আবেদনপত্র জমা দেন বিডিও নিজেই। এই ঘটনায় কার্যত হতভম্ব কর্তব্যরত সরকারি কর্মচারী দের পাশাপাশি দুয়ারের সরকারে আসা উপভোক্তারাও। যাদের আবেদনপত্র বিডিও লিখে দিলেন তারা ঘুণাক্ষরেও বুঝে উঠতে পারেনি তিনি তুফানগঞ্জ -২ ব্লকের বিডিও।
এদিন বিডিওর প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
এ বিষয়ে বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, এদিন মহিষকুচি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চতুর্থ তম দুয়ারের সরকার ক্যাম্প বসেছে। দুয়ারে সরকারের ক্যাম্পে অন্যান্য দপ্তরের তেমন একটা ভিড় না হলেও। লক্ষীর ভান্ডারে ভীর উপচে পড়েছে মহিলাদের। বেশ কিছু মহিলা তাদের লক্ষীর ভান্ডারের আবেদনপত্র হাতে নিয়ে , এর ওর কাছে ছোটাছুটি করছিলেন। তাই নিজেই বসে সেই আবেদনপত্র পূরণ করে দিয়েছি।