Oplus_16777216

মাত্র ১৫ মাসেই রেকর্ড! ইন্ডিয়া স্টার বুক অফ রেকর্ডে শিলিগুড়ির ছোট্ট তানভী

মাত্র ১৫ মাস বয়সেই নিজের অনন্য প্রতিভায় তাক লাগিয়েছে ফুলবাড়ির ছোট্ট তানভী। পশু-পাখি, রং, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, এমনকি ইংরেজি অক্ষরের সাথে সংশ্লিষ্ট শব্দ—সবই নির্ভুলভাবে বলতে পারে এই খুদে বিস্ময়। তার অসামান্য বুদ্ধিমত্তা এবং শেখার আগ্রহ দেখে মুগ্ধ ইন্ডিয়া স্টার বুক অফ রেকর্ডস-এর বিচারকরা। এবং সেখানেই নাম উঠেছে তানভীরের—শ্রেষ্ঠ ক্ষুদে প্রতিভার তালিকায়।

তানভীরের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুরে। বাবা ও মা দুজনেই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তানভীরের বয়স যখন মাত্র ১০ মাস, তখন থেকেই তার দিদা, মা ও দাদু মিলেই তাকে পরিচয় করাতে শুরু করেন বিভিন্ন পশু-পাখি, রং এবং চারপাশের নানা উপাদানের সঙ্গে। একরকম খেলাচ্ছলে শেখানো এই শিক্ষা খুব সহজে আত্মস্থ করতে শুরু করে তানভী। বর্তমানে তানভী রঙের নাম শুনেই তা চিনে নিতে পারে, বলতে পারে গাড়ি, ঘোড়া, বিড়াল, কুকুরসহ নানা প্রাণীর নাম। শুধু তাই নয়, ইংরেজি অক্ষর “A for Apple, B for Banana, C for Cow…” বলে বলে তার প্রায় পুরো অ্যালফাবেট মুখস্থ। তার এই প্রতিভা দেখে চমকে উঠেছেন পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়ার মানুষজন পর্যন্ত।

তানভীরের এই প্রতিভাকে ক্যামেরাবন্দি করে তার পরিবারের লোকজন পাঠান ইন্ডিয়া স্টার বুক অফ রেকর্ডস-এ। সেখানকার জুরি সদস্যরাও মুগ্ধ হন এই ক্ষুদে প্রতিভার জ্ঞানে ও বাচনিক দক্ষতায়। এরপর ইমেইলের মাধ্যমে পরিবারটি জানতে পারে যে, তানভীরের নাম চূড়ান্ত হয়েছে রেকর্ডবুকে। কয়েক দিনের মধ্যেই তানভীরের নামে একটি সার্টিফিকেট, মেমেন্টো ও স্মারক উপহার পাঠানো হয় সংস্থার তরফে।

এই খবরে খুশির হাওয়া বইছে তানভীরের পরিবারে। প্রতিবেশীরা এসেছেন শুভেচ্ছা জানাতে। সকলেই গর্বিত এই প্রতিভাবান শিশুকে নিয়ে। তার মা আশাবাদী, “আমার মেয়ে ভবিষ্যতে সমাজে নিজের জায়গা তৈরি করবে, আর এই সফলতা হবে তার প্রথম পদক্ষেপ।” মাত্র ১৫ মাসেই এই অসামান্য সাফল্যে এখন শিলিগুড়ির গর্ব তানভীর। তার পথচলা যেন আরও দীর্ঘ ও গৌরবময় হয়, এমনই কামনা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *