ময়নাগুড়ি, ২১ অক্টোবর : প্রত্যন্ত চা বাগান এলাকায় এখনো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আমেজ পৌঁছায়নি। সেই সমস্ত গ্রামে এখনো হয়না কোনো দুর্গা পূজা। তাদের উৎসবে সামিল করতে উদ্যোগী হল লাটাগুড়ি এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম আনন্দ মেলা। শনিবার সপ্তমীর দিন কৈলাশ পুর চা বাগান এলাকার ৪৫ জন খুদেকে একটি বাসে করে ময়নাগুড়ি নিয়ে আসেন। এমনকি ময়নাগুড়ি শহরের বেশ কয়েকটি পুজো পরিক্রমা করেন। এর পাশাপাশি তাদের দুপুরের আহারের ব্যবস্থা করেন সেই সংগঠন। জানা যায়, অষ্টমীর দিন লাটাগুড়ি এলাকার পুজো পরিক্রমা এবং নবমীর দিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের মালবাজার শহরের পুজো পরিক্রমা করাবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্য কৌশিক দাস।
