Monday, August 15, 2022
Homeময়নাগুড়িময়নাগুড়িতে এক দোকানের সিলিংয়ে ভূতুড়ে আওয়াজ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

ময়নাগুড়িতে এক দোকানের সিলিংয়ে ভূতুড়ে আওয়াজ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

ময়নাগুড়ি শহরের এক ব্যক্তির দোকানে সিলিং ফ্যানের উপর ভূতুড়ে আওয়াজ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে ময়নাগুড়ির অমিত আগরওয়াল বসাকের দোকানে কয়েক দিন ধরে সিলিং ফ্যানের উপর এক অদ্ভুত রকম ভুতুড়ে শব্দ শুনতে পান আশেপাশের লোকজন। এই ভুতুড়ে আওয়াজ শুনে দোকানে কর্মচারীর সহ কেউই সিলিং এ ওঠার সাহস পায় না, আতংকে ছিলেন সব্বাই। খবর দেওয়া হয় ময়নাগুড়ির পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। তারা এসেও কিছু সন্ধান পায়নি। বৃহস্পতিবার ফের ভিতরে আওয়াজ শুনতে পায় দোকান মালিক সহ কর্মচারীরা, ফের জোরালো হয় আতঙ্ক। এরপর ফের খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। তারা গিয়ে এক ভাম বেড়ালের বাচ্চা উদ্ধার করে। উদ্ধার করা ভামটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। এবং অবশেষে এলাকার আতঙ্ক দূর হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments