মমতার মন্ত্রিসভায় বড়সড় রদবদল! কে কি দায়িত্ব পেলো ?
কেউ পেলেন বাড়তি দায়িত্ব তো কেউ হারালেন মন্ত্রীত্ব। আবার মন্ত্রী তালিকায় জুড়ল বেশ কিছু নতুন নাম। কে কোন দফতর পেলেন, কাদের দায়িত্ব বাড়ল সেইসবের তালিকা বুধবার নবান্নের তরফে প্রকাশ করা হয়েছে। কে কোন দায়িত্ব পেলেন?
চন্দ্রিমা ভট্টাচার্য
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে সামলাতেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্বদফতরের দায়িত্বও। এবার সেইসবের সঙ্গে যুক্ত হল পরিবেশ দফতরও।
মানস ভুঁইয়া
নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ছিলেন রাজ্যের সেচ ও জলপথ পরিবহণের মন্ত্রী। তিনি লোকসভা ভোটে জিতে ব্যারাকপুরের সাংসদ হয়েছেন। ফলে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাঁকে। এবার সেচ দফতরের দায়িত্বে মানস ভুঁইঞা। এছাড়া এতদিন তাঁর হাতে থাকা জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও সামলাবেন তিনি।
বাবুল সুপ্রিয়
বালিগঞ্জের তৃণমূল বিধায়ক তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী। অতিরিক্ত হিসেবে পেলেন শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব।
মহম্মদ গোলাম রব্বানি
পরিবেশ দফতরের মন্ত্রী ছিলেন মহম্মদ গুলাম রব্বানী। এদিন তাঁর দফতর বদল করা হয়েছে। তাঁকে এবার অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
অখিল গিরি সম্প্রতি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর হাতে থাকা কারা দফতরের দায়িত্ব আপাতত নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী।