Friday, March 29, 2024
Homeকলকাতামমতার আশ্বাসে অনশন প্রত্যাহার করে আজ বিকাশ ভবনে যাচ্ছে এসএসসি চাকরিপ্রার্থীরা

মমতার আশ্বাসে অনশন প্রত্যাহার করে আজ বিকাশ ভবনে যাচ্ছে এসএসসি চাকরিপ্রার্থীরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশ্বাসে অনশন প্রত্যাহার করলেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার ওয়েটিং লিস্টের সবার নিয়োগের দাবি নিয়ে সল্টলেকে স্কুলশিক্ষা দপ্তরে যাচ্ছেন তাঁরা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে এই চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন। চাকরি প্রার্থীদের দাবি-দাওয়া বিবেচনা করে দেখার আশ্বাস দেন তিনি। তার একটু পরেই স্কুলশিক্ষা দপ্তরের দুই অফিসারকে অনশন মঞ্চে পাঠান মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে শহিদ মিনার চত্বরে মাতঙ্গিনী হাজারার মূর্তির নিচে অনশন মঞ্চে যান দুই শিক্ষা দপ্তরের কর্তা। বৃহস্পতিবার চাকরিপ্রার্থীদের বিকাশ ভবনে যাওয়ার অনুরোধ করে ফিরে যান তাঁরা। সেইমত আন্দোলনের ২০তম দিনে অনশন ভাঙেন আন্দোলনকারীরা। তবে ধরনা চলছে। বুধবার আন্দোলনকারীদের তরফে মাহফাজুর রহমান বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থাশীল। সরকারি কর্তারা কি কারণে ডেকেছেন তা জানতে যাব। ওয়েটিং লিস্টে থাকা সবার চাকরির দাবি জানাব।” চারজনের একটি দল বিকাশ ভবনে যাবে। অন্যদিকে, এদিনই ২০১৪ সালের টেট দুর্নীতির অভিযোগে, সিবিআই এবং ইডির যৌথ তদন্তের আরজি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments