মধ্যবিত্তদের স্বস্তির হাসি; হু হু করে কমছে সোনার দাম !
সপ্তাহের শেষে কমতে চলেছে সোনার দাম। আজ, শনিবার সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৯.৬ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৮.৮ টাকা কমেছে।
মানুষদের মধ্যে প্রায় সোনা কেনার চাহিদা থাকে। কোনো অনুষ্ঠানে অথবা উপহার হিসেবে সোনা দিতে পছন্দ করে অনেকেই। এই চাহিদার কারণেই দামের হেরফের ঘটে। তাই আপনি যদি সোনা কেনা এবং বিক্রি করতে চান বা সোনার ঋণের জন্য আবেদন করতে চান, তবে আপনাকে প্রথমে কলকাতায় সোনার দর দেখতে হবে।
২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে – গতকাল শুক্রবার ২৬ জুলাই, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬২,৪৯৬ টাকা। আজ শনিবার ২৭ জুলাই, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম ৮৮ টাকা কমে ৬২,৪০৮ টাকা হয়েছে।২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে – গতকাল শুক্রবার ২৬ জুলাই, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬৮,২২৭ টাকা। আজ শনিবার ২৭ জুলাই, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম ৯৬ টাকা কমে ৬৮,১৩১ টাকা হয়েছে।