ব্রাজিল ও আল হিলালের পোস্টার বয় নেইমার দ্যা জুনিয়র। লাইমলাইটেই থাকেন তিনি। তবে তাঁর স্বভাব আর কিছুতেই বদলাল না। একটি সম্পর্কে থেকেও, একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা তাঁর বরাবরের। আর এই ‘বহুগামীতা’ ও একাধিক নারীর কামনায় বিপাকে পড়েন নেইমার। এবার অনলিফ্যানস মডেল অ্যালাইন ফারিয়াসকে রসালো টেক্সট করে ফেঁসে গেলেন নেইমার। নেইমার-অ্যালাইনের টেক্সট চালাচালি সামনে আসতেই, ভেঙে গেল নেইমারের সুখের সংসার। বিচ্ছেদ হয়ে গেল তাঁর দীর্ঘদিনের পার্টনার ও সন্তানের মা ব্রুনা বায়ানকার্ডির।
মডেলের কাছে ‘ন্যুডস’ চেয়েছিলেন নেইমার। মানে নেইমার মডেলের থেকে নগ্ন ছবি দেখতে চেয়েছিলেন। দীর্ঘ ১৩ বছর পর ফের বাবা হয়েছেন নেইমার। এর আগে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তাঁর ছেলের নাম ডেভি লুকা। নেইমার ও তাঁর প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা। ২০২১ সালে প্রথমবার ডেট করেন ব্রুনা ও নেইমার। পরে ২০২২ সালের জানুয়ারিতে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে সেই বছরই বিচ্ছেদ হয়ে যায়। ২০২৩ সালে তাঁরা ফের সম্পর্কে জড়ান। তাঁরা হন বাবা-মাও। আবার ব্রেক-আপ হয়ে গেল নেইমার-ব্রুনার।