Saturday, April 1, 2023
Homeখেলাধুলাভারতীয় ক্রিকেট দলে শুরু হল দ্রাবিড় যুগ, নতুন কোচ হলেন রাহুল দ্রাবিড়

ভারতীয় ক্রিকেট দলে শুরু হল দ্রাবিড় যুগ, নতুন কোচ হলেন রাহুল দ্রাবিড়

নিউজ ডেস্ক:
অবশেষে হল জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর কথাবার্তা চলছিল। ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও দলের হেডস্যার হিসেবে দ্রাবিড়কেই দেখতে চাইছিলেন। আজ তাঁকে এই নয়া দায়িত্বে বহাল করা হল।

ভারতীয় ক্রিকেট দলে শুরু হল দ্রাবিড় যুগ। চলতি টি-২০ বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে রবি শাস্ত্রীর। এই বিশ্বকাপ শেষ হলেই ভারতের মাটিতে খেলতে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৭ নভেম্বর থেকে এই সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজ থেকেই দায়িত্ব নিজের কাঁধে নিতে চলেছেন দ্রাবিড়। এই সিরিজে তিনটে টি-২০ ম্যাচ এবং দুটো টেস্ট ম্যাচ খেলা হবে।

বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি দেশের এই প্রাক্তন অধিনায়ককে কোচ হিসেবে নির্বাচন করছেন। এই কমিটিতে রয়েছেন সুলক্ষণা নায়েক এবং আরপি সিং।

এই প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, ‘ভারতের সিনিয়র ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে স্বাগত জানায় বিসিসিআই। রাহুলের ক্রিকেট কেরিয়ার যথেষ্ট বর্ণাঢ্য। পাশাপাশি উনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।’

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘রাহুলের অধীনে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বহু তরুণ ক্রিকেটারই বেড়ে উঠেছে। তাঁরা আজ আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন।আমি যথেষ্ট আশাবাদী যে রাহুলের কোচিংয়ে আগামীদিনে ভারতীয় ক্রিকেট দল একটি নয়া শৃঙ্গ স্পর্শ করবে।’

ইতিপূর্বে রাহুল দ্রাবিড় ২০১৬ এবং ২০১৮ সালের বিশ্বকাপে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করিয়েছেন। এই দুটো টুর্নামেন্টে ভারত যথাক্রমে রানার্স-আপ এবং চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯ সাল থেকে ভারতীয় এ দলের উন্নতিও এই দ্রাবিড়ের হাত ধরেই সম্ভব হয়েছে। এরপরই তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষপদে বহাল করা হয়।

অন্যদিকে এই নয়া দায়িত্ব পাওয়ার পর রাহুল দ্রাবিড় বললেন, ‘এটা আমার কাছে একটা বিশাল সম্মানের ব্যাপার যে আমাকে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য কোচ হিসেবে নির্বাচন করা হয়েছে। রবি শাস্ত্রীর অধীনে এই দলটা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। আমি আশা করছি, সেই দলের সঙ্গেই কাজ করব এবং সাফল্যের এই ধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘এই ক্রিকেটারদের সঙ্গে আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয় এ দলে যথেষ্ট কাছ থেকে কাজ করেছি। প্রত্যেকদিন আমি নিজেকে আরও উন্নত করতে চাই। আগামী ২ বছর ভারতীয় ক্রিকেটে বেশ কয়েকটি বড় বড় ইভেন্ট রয়েছে। আমি এই ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments