Thursday, March 28, 2024
Homeময়নাগুড়িদুর্ঘটনার আশঙ্কা! বেহাল রাস্তার সংস্কার নিয়ে ক্ষোভ ময়নাগুড়ি পৌরসভার বাসিন্দাদের

দুর্ঘটনার আশঙ্কা! বেহাল রাস্তার সংস্কার নিয়ে ক্ষোভ ময়নাগুড়ি পৌরসভার বাসিন্দাদের

ময়নাগুড়ি

ময়নাগুড়ি পৌরসভার ৯ ও ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। হালকা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। রাস্তায় খানাখন্দের কারণে যখন তখন বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। জানা গেছে, জেলা পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি নতুন বাজার থেকে শহীদগর হয়ে বাইপাস পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মান করা হয়েছিল। কিন্তূ সেই রাস্তার রক্ষনাবেক্ষনের অভাবে বেহাল হয়ে পড়েছে। এদিকে ক্রমাগত আসন্ন বর্ষা। সামান্য বৃষ্টিতে যেভাবে চলাচলের অযোগ্য হয়েছে তাতে বর্ষার আগে রাস্তার সংস্কার না হলে সমস্যায় পড়বেন বহু মানুষ। ওই রাস্তা ধরেই বহু লোকজন চলাচল করে। বিশেষ করে পার্শ্ববর্তী জল্পেশ, দক্ষিণ খাগড়াবাড়ি, হঠাৎ কলোনি সহ প্রচুর মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। কিন্তূ সেই রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়লেও কোনো ভ্রূক্ষেপ নেই বলেই অভিযোগ পৌরসভার বিরুদ্ধে। এই বিষয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন ময়নাগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর ললিতা রায়। তিনি বলেন, ” এই বিষয়টি একাধিকবার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। ময়নাগুড়ি পৌরসভা গঠন হলেও কোনো সদুত্তর পাচ্ছি না। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ আসছে রাস্তা সংস্কারের প্রসঙ্গে।” রাস্তায় চলাচলকারী এক টোটো চালক সনাতন রায় বলেন, " বিপদজনক অবস্থায় টোটো চালাতে হচ্ছে। এই রাস্তায় গাড়ির অনেক ক্ষতি হচ্ছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাই।"

এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, " সত্যি ওই রাস্তা প্রায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ইতিমধ্যেই জেলা পরিষদ ওই রাস্তার টেন্ডার ডেকে তাতে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছেন। হয়তো দু, একদিনের মধ্যেই কাজটি শুরু হয়ে যাবে।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments