দিনহাটা: আর জি কর হাসপাতাল কাণ্ডে গোটা রাজ্যের সাথে সাথে দেশজুড়ে চলছে ডাক্তারদের বিক্ষোভ। সেই নিরিখে দিনহাটা মহকুমা হাসপাতালের ডাক্তাররাও ঘোষণা করল বেলা দুইটা পর্যন্ত পেন ডাউন কর্মসূচি। এদিনে তাদের এই কর্মসূচিতে হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলেও চালু ছিল ইমারজেন্সি পরিষেবা। বহির্বিভাগের পরিষেবা বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে রোগীরা এসে ঘুরে যান। দিনহাটা মহকুমা মূলত সীমান্ত লাগোয়া হওয়ায় এই হাসপাতালে সীমান্তের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা পরিষেবা নেওয়ার জন্য আসে। কিন্তু আজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় সেই সব রোগীদের চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়। শুধু বহির্বিভাগ বন্ধ নয় একই সাথে দিনহাটা হাসপাতালে ডাক্তারদের একটি প্রতিনিধি দল আজকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে এসে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দাবিদাওয়া পেশ করে। ডাক্তারদের দাবি প্রশাসন যতক্ষণ পর্যন্ত আরজি কর হাসপাতালের সেই নির্যাতিতার কাণ্ডের ঘটনায় জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করছে এবং সেই সাথে রাজ্যের সমস্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্স সহ সকলের নিরাপত্তা সুনিশ্চিত করছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তবে আন্দোলন চালিয়ে গেলেও রোগীদের কথা চিন্তা করে ডাক্তাররা তাদের পেন ডাউন কর্মসূচি আজকে বেলা দুইটার সময় তুলে নেওয়ার কথা জানিয়েছে।