বৃষ্টিতে জামা কাপড় রয়েছে ভেজা ? কিভাবে শুকাবেন ভাবছেন, রইলো টিপস !
সকালবেলা, ঝকঝকে রোদ দেখে জামা কাপড় কেচে রোদে দিলেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখতে পেলে আকাশ ঢেকে গেল কালো মেঘে। ঝমঝমিয়ে নেমে পড়লো বৃষ্টি। এবার ভেজা জামা কাপড় নিয়ে কি করবেন ভাবছেন ? ঘরের দ্রুত ভেজা জামা কাপড় শুকাতে পারবেন। রইল তার টিপস !
১. এসি ও পাখা একসঙ্গে চালিয়ে প্রতিটি কাপড় আলাদা আলাদা করে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে ড্রাই মোড থাকলে, সেটিও চালিয়ে রাখতে পারেন। এতেও কাজ হবে।
২.কাপড় দ্রুত শুকোনোর হলে চুল শুকনো করার ড্রায়ার ব্যবহার করতে পারেন। বিষয়টি সময়সাপেক্ষ হলেও কিছুটা কাজ হবে। ভিজে জামা একটি জায়গায় ঝুলিয়ে, খানিকটা দূর থেকে ড্রায়ার চালিয়ে দিতে পারেন।
৩.দ্রুত পোশাক শুকোতে হ্যাঙারে ঝুলিয়ে দিন। এতে দু’দিক দিয়েই হাওয়া চলাচল করবে। তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
৫.জামাকাপড় হালকা ভেজা থাকলে তার উপর একটি শুকনো তোয়ালে রেখে বার বার ইস্ত্রি করলে, শুকিয়ে যাবে।