Thursday, July 7, 2022
Homeজেলাবিষধর বিরল প্রজাতির আল কেউটে সাপ উদ্ধার করল বনদপ্তর এর কর্মীরা

বিষধর বিরল প্রজাতির আল কেউটে সাপ উদ্ধার করল বনদপ্তর এর কর্মীরা

মিনাখাঁঃ বিরল প্রজাতির আল কেউটে সাপ উদ্ধার করল মিনাখাঁর বনদপ্তর এর কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে মিনাখাঁর আটপুকুর অঞ্চলের উচিলদহ গ্রামের মহিম দাস নামে এক মৎস্য জিবির মাছধরা আটোলের এর মধ্যে আটকে পড়ে একটি বিষধর সাপ। শনিবার সকালে ওই মৎস্যজীবী বনদপ্তর এ খবর দিলে মিনাখাঁ বনদপ্তরের দুই কর্মী এসে ওই আটোল থেকে ফুট চারেকের বিরল প্রজাতির বিষধর আল কেউটে সাপ টিকে উদ্ধার করে। উদ্ধার করা ওই সাপ টিকে আপাতত মিনাখাঁ ব্লক করে রাখা হয়েছে। আগামী সোমবার এই সাপটিকে সুন্দরবনের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments