Thursday, April 25, 2024
Homeখেলাধুলাবিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে স্কটল্যান্ড এর বিরুদ্ধে আত্মসমর্পণ টাইগার বাহিনীর

বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে স্কটল্যান্ড এর বিরুদ্ধে আত্মসমর্পণ টাইগার বাহিনীর

রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। চলতি বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। আজ ৬ রানে হেরে গেল টাইগার বাহিনী।

টসে জিতে প্রথমে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। রবিবার স্কটিশ ব্যাটসম্যানরা বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি টি-২০ বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে ৯ উইকেটে ১৪০ রান তুলেছিল।

স্কটল্যান্ডের হয়ে ক্রিস গ্রীবস সর্বাধিক ৪৫ রান করে। বাংলাদেশের হয়ে মেহদি হাসান তিনটে তথা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দুটো করে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশের অভিজ্ঞ স্পিনারদের সামনে স্কটল্যান্ডের টপ এবং মিডল ব্যাটিং অর্ডার কার্যত নাকানিচোবানি খেল। জোরে বোলার মহম্মদ সইফুদ্দিন অধিনায়ক কাইল কোয়েৎজারের উইকেট শিকার করে স্কটিশ ব্রিগেডকে প্রথম ঝটকা দেন। এরপর মানসি বেশ কয়েকটি চিত্তাকর্ষক শট খেলেন। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুরকেও তিনি ছক্কা হাঁকিয়েছেন।

পাওয়ার প্লে চলকালীন স্কটল্যান্ডের স্কোর ছিল ৩৯ রান। বলার অপেক্ষা রাখে না যে তারা যথেষ্ট ভালো জায়গায় ছিল। এরপর বাংলাদেশের স্পিনাররা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। এরপরই স্কটল্যান্ডের গল্পটা একেবারে বদলে যায়। মাত্র ৮ রানের মধ্যে স্কটল্যান্ডের পাঁচ উইকেট পড়ে যায়।

একদিকে সাকিব যখন ক্রমাগত চাপ তৈরি করতে থাকেন, ঠিক সেই জায়গায় ম্যাথু ক্রসের (১১) উইকেটটা তুলে নেন মেহদি। বোল্ড হয়ে যান মানসি।

এরপর সাকিব রিচি বেরিংটন (২) এবং মাইকেল লিস্কের (০) উইকেট দুটো তুলে নিয়ে স্কটল্যান্ডের মিডল অর্ডারের শিরদাঁড়া একেবারে ভেঙে দেন। অন্যদিকে অভিজ্ঞ ক্যালাম ম্যাকলয়েডের (১৪ বলে ৫ রান) উইকেট তুলে নেন। সাকিব লিস্কের এই উইকেটটি নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গাকে (১০৭) স্পর্শ করলেন।

তবে গ্রীবসের উপর বাংলাদেশের স্পিনাররা খুব একটা জারিজুরি ফলাতে পারেনি। মেহদি হাসানের বলে রিভার্স সুইপে তিনি যে ছক্কাটি হাঁকালেন, সেটা সত্যিই দর্শনীয় ছিল। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ডিপ স্কোয়ার লেগে সাকিবের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন। আর সেইসঙ্গে ২৮ বলে ৪৫ রানের ইনিংস দলের অনেকটাই উপকারে এসেছে।

জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু স্কটল্যান্ডের বোলারদের বিরুদ্ধে সেভাবে কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। দলের দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

এরপর বাংলাদেশের মিডল অর্ডার কিছুটা হলেও হাল ধরার চেষ্টা করেন। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের উপরেই আজ সবথেকে বড় ভরসা ছিল ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের। কিন্তু, তাঁরা যথাক্রমে ২০ এবং ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তৃতীয় উইকেটে ৪৭ রানের পার্টনারশিপ গড়ে তোলে বাংলাদেশ। তবে অধিনায়ক মেহমুদউল্লাহ (২৩) এবং আফিফ হোসেন (১৮) শেষ করে আসতে না পারার খেসারত দিতে হল। শেষবেলায় চেষ্টা করেছিলেন মেহদি হাসান। তিনি ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। কিন্তু, লাভের লাভ কিছু হয়নি। বাংলাদেশকে ছয় রানে হারতে হল।

এই ম্যাচে বাংলাদেশ যে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কারণ চলতি বছরে টানা ৯ ম্য়াচে জয়লাভ করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল মেহমুদউল্লাহ ব্রিগেড। প্রথমে জিম্বাবোয়ের বিরুদ্ধে তারা ২-১ ব্যবধানে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়লাভ করেছিল বাংলাদেশ। আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে সুপার ১২ পর্বের রাস্তা কিছুটা হলেও কঠিন করে ফেললেন সাকিবরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments