Thursday, April 18, 2024
HomeBreaking newsবিরল প্রজাতির মাছ ধরা পড়ল ময়নাগুড়ির জোড়পাকড়ি কোয়া নদীতে

বিরল প্রজাতির মাছ ধরা পড়ল ময়নাগুড়ির জোড়পাকড়ি কোয়া নদীতে

ময়নাগুড়ি, ১ জুলাই : ভরা বর্ষায় নদীতে মাছ ধরার জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ।শুক্রবার ময়নাগুড়ি ব্লকের জোড়পাকড়ির কোয়া নদীতে ধরা পড়ে এই মাছটি। জানা গেছে, মাছটির ওজন ১.৫ থেকে ২ কেজি। স্থানীয় মৎস্য জীবি মধূ রায় নদীতে খরা জাল দিয়ে মাছ ধরার সময় মাছটি জালে আসে। এরপর মাছটিকে জোড়পাকড়ি বাজারে বিক্রির জন্য নিয়ে এলে মাছটিকে দেখার জন্য ভীড় জমে যায়। স্থানীয় বাসিন্দা দয়াল রায় বলেন," এই ধরনের মাছ সাধারণত দেখা যায় না তাই দেখতে এলাম। " জলপাইগুড়ির রামসাই কৃষি বিজ্ঞান কেন্দের মৎস্য বিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ জানায়," এই মাছ টার নাম ক্রোকোডাইল ফিস(Sucker mouth cat fish= crocodile fish) এই ধরনের মাছ নদীতে খুব কম দেখা যায়।।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments