সুমন কাঞ্জিলালের আবেদনের পরেই দুদিনের ছুটি ঘোষণা
রাজ্য:
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবন। স্কুল কলেজে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। তিন চারদিন ধরে লাগাতার গরমে একদিকে যখন জনজীবন বিপন্ন ঠিক তখনই স্কুলে স্কুলে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারাও। কোচবিহারের দিনহাটা য় কয়েকটি স্কুলে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা, আলিপুরদুয়ারে হিট ওয়েভে একাধিক ব্যক্তি অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় স্কুল ছুটির দাবি উঠছিল। সেই ঘটনায় বুধবার বিধানসভার জিরো আওয়ারে জরুরী ছুটি ঘোষণার আবেদন জানিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
সুমন বাবু বিধানসভায় বলেছিলেন, “উত্তরবঙ্গে আবহাওয়ার চরম খামখেয়ালিপনাকে সামনে রেখে কয়েকটি দিন স্কুল ছুটি থাকলে সুবিধা হবে পড়ুয়াদের।”
যেমন কথা তেমন কাজ, ঠিক তারপর দিনই দুই দিনের ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তীব্র গরমের জন্য আগামী ১৩ এবং ১৪ ই জুন রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। যদিও পার্বত্য এলাকায় স্কুল খোলা থাকছে।
শুক্র এবং শনিবার রাজ্যে জরুরী কালীন গরমের ছুটি পাচ্ছে ছাত্র-ছাত্রীরা স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশির আবহাওয়া তৈরি হয়েছে। সুমন কাঞ্জিলাল এর আবেদনের পরেই এই সিদ্ধান্ত, বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছেন রাজ্যের মানুষ।