বিধানসভায় অনুষ্ঠান করতে চলেছেন সেলিব্রিটি বিধায়করা

বাংলার বিধানসভায় এখন প্রচুর ষ্টার বিধায়ক। কেউ অভিনয় জগতের মানুষ তো কেউ সংগীত জগতের। এদের নিয়ে এক অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠাটির আয়োজন করেছে স্টাফ রিক্রিয়েশন ক্লাব। স্টাফ রিক্রিয়েশন ক্লাব ইতিমধ্যে বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি সভা সেরে নিয়েছেন। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে ব্রাত্য বসু আবৃত্তি, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, অদিতি মুন্সী গান গাইবেন। এছাড়া কাঞ্চনের হাস্যকৌতুক, সায়ন্তিকা ও লাভলী মৈত্র নাচ করবেন। বাকি যারা পারফর্ম করবেন তাদের মধ্যে আবেন রাজ চক্রবর্তী, নয়না বন্দ্যোপাধ্যায়, ছিরঞ্জিত চক্রবর্তী সহ আরও কয়েকজন।

 

স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বিধানসভায় অনুষ্ঠান ২৩ এপ্রিল। পারফর্ম করবেন রাজ্যের সব সেলিব্রেটি বিধায়করা। সেলিব্রিটি সব বিধায়ককে পারফর্ম করার জন্য আবেদন করা হয়েছে আয়োজকদের তরফে। গোটা অনুষ্ঠানের জন্য বাড়তি উদ্যাগ নিয়েছেন ইন্দ্রনীল সেন। এ ক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও উল্লেখযোগ্য। এদিনের বৈঠকে যেমন ইন্দ্রনীল, ব্রাতারা ছিলেন তেমনই ছিলেন অদিতি, সায়ন্তিকা, লাভলিরাও। রাজ চক্রবর্তী আমেরিকায় থাকার জন্য আজ বৈঠকে ছিলেন না। তবে ২৩ এপ্রিল থাকবেন বলে খবর। অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ যাচ্ছে বিরোধী দলের বিধায়কদের কাছেও। প্রসঙ্গত, বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে প্রতিবার অনুষ্ঠান হয়। কিন্তু সেলিব্রেটি বিধায়কদের এমন পারফর্ম এইবারই প্রথম হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *