পহেলগাঁও-কাণ্ডের জের : বাবর আজম, মহম্মদ রিজওয়ান-সহ চার ক্রিকেটারের ইনস্টাগ্রাম বন্ধ ভারতে

কলকাতা ব্যুরো : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর এবার সরাসরি এই সময়ের পাক ক্রিকেটারদের উপর প্রভাব পড়ল। বর্তমান সময়ের পাকিস্তানের চার বিখ্যাত ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল ভারতে। এই চার পাক ক্রিকেটার হলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ।

যে চার পাক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হল, এরা সকলেই বর্তমান পাকিস্তান দলে কোনও না কোনও ফর্মাটে খেলছেন। কিছুদিন আগে পর্যন্ত লাল ও সাদা বলে দেশকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। তাঁকে এই সময়ে পাক ক্রিকেটারদের মধ্যে অন্যতম মানা হয়। এছাড়া মহম্মদ রিজওয়ান সদ্য শেষ হওয়া টি-২০ ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন। অপর দু’জন শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ, এই দুই জোরে বোলার প্রত্যেকেই বর্তমান পাক দলের সদস্য।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কিছু দিন আগেই প্রাক্তন পাক জোরে বোলার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যায় ভারতে। শোয়েব ছাড়াও এই তালিকায় ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ এবং বাসিত আলি। মোট ১৬টি ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই চ্যানেলগুলির বিরুদ্ধে অভিযোগ, ভারতবিরোধী মন্তব্য করা হয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলেন বর্তমান চার পাক ক্রিকেটার।

শুধু ক্রিকেটারদের উপরই নয়, দু’দিন আগেই প্যারিস অলিম্পিকে সোনাজয়ী পাক জ্যাভলার আর্শাদ নাদিমের টুইটার অ্যাকাউটন্ট ভারতে বন্ধ হয়ে যায়। অলিম্পিক্সে সোনাজয়ী ভারতের নীরজ চোপড়ার সঙ্গে আর্শাদ নাদিমের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। পহেলগাঁও ঘটনার আগে নিজের আয়োজিত প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’-এ পাক জ্যাভলারকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। কিন্তু পহেলগাঁও ঘটনার পরই নীরজকে দেশবাসীর নিন্দার মুখে পড়তে হয়েছিল। যদিও ওই নারকীয় ঘটনার পরপরই নাদিম ভারতে খেলতে আসতে মানা করে দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে নির্মম হত্যালীলা চালায় বেশ কয়েকজন পাক মদতপুষ্ট জঙ্গি। যে ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। জঙ্গিদের খোঁজে এখনও চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। গোটা ঘটনার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। যদিও ভারতের এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *