স্ট্রবেরি, কলার ফ্লেভার! কোনওটা ডটেট, কোনওটা একেবারেই পাতলা। যৌন জীবনের উত্তেজনা আরও বাড়াতে নানাধরনের কন্ডোম বাজারে উপলদ্ধ। তবে এবার শুধু এসব ফ্লেভার নয়। বাজারে আসছে ‘ভেজিটেবল থিমড কন্ডোম’! (Vegetable-themed condoms) হ্যাঁ, ঠিকই পড়েছেন এবার বাজার কাঁপাবে ‘সবজি ফ্লেভারের কন্ডোম’!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। জনপ্রিয় কন্ডোম প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নানা ধরনের ফ্লেভারের কন্ডোমের চাহিদা সব সময়ই বেশি। তাই নতুন নতুন কন্ডোম আনতে সব সময়ই উৎসাহ প্রকাশ করে কন্ডোম কোম্পানি।
এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভেজিটেবল থিমে’র কন্ডোম তৈরির আগে একটি সমীক্ষা চালানো হয়। সেখানেই উঠে আসে সবজির ফ্লেভারের কথা। যেমন, অনেকে চান বেগুন ফ্লেভারের কন্ডোম, অনেকে চান পিঁয়াজ ফ্লেভারের কন্ডোম, অনেকে আবার শশা, আলু ফ্লেভারের কন্ডোমের কথাও বলেছেন। সেই সমীক্ষাকে মাথায় রেখেই এই ধরনের কন্ডোম তৈরি করা হয়েছে। সংস্থার দাবি এই ফ্লেভারের কন্ডোম খুবই জনপ্রিয় হবে। কারণ, মানুষ সব সময়ই যৌনতায় নতুন আনন্দ খুঁজে পেতে চান। আর সেই ইচ্ছাকেই উসকে দেবে সবজি ফ্লেভারের কন্ডোম!