শেষ লগ্নে পৌঁছেছে বিশ্বকাপ। মেসি বনাম এমবাপের লড়াই দেখার অপেক্ষায় আসমুদ্র হিমাচল। রবিবাসরীয় সন্ধেয় যেন সব পথ গিয়ে মিশবে কাতারে। কী হবে ম্যাচের ফল? ৩৪ বছর বয়সে ম্যাজিক দেখিয়ে বিশ্বজয়ের ইতিহাস গড়বেন মেসি? নাকি দ্বিতীয়বার ফ্রান্সকে বিশ্বকাপ এন দিয়ে চমকে দেবেন এমবাপে (Kiliyan Mbappe)। সেই উত্তর পেতেই অধীর অপেক্ষা।
দুই দলই বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। দুই দলের লড়াইয়ের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। জিততে মরিয়া মেসির আর্জেন্টিনা এবং এমবাপের ফ্রান্স। হাড্ডাহাড্ডি লড়াই। মেসি ভক্ত আর্জেন্টিনার সাপোর্টারসহ অনেকেই চাইছেন এবার মেসি বিশ্বকাপ জিতুক। জীবনের শেষ বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলে ফাইনালে তুলেছেন এলএম ১০। অন্যদিকে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একই ধারা বজায় রেখেছে। শেষ ষোলোয় ওঠার পর থেকে উঠার পর দুই দলই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। স্কিল ফুল এবং আক্রমণাত্মক ফুটবল দুই দলেরই যথেষ্ট ভালো। মেসি ম্যাজিকের অপেক্ষায় মজে আছে গোটা বিশ্ব, অন্যদিকে এমবাপের অসাধারণ সেই ফুটবল উপভোগ করতে প্রস্তুত ফুটবল প্রেমীরা। ফাইনালে সেয়ানে সেয়ানে লড়াই হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।