Monday, February 6, 2023
Homeবিনোদনফের নতুন সম্পর্কে জড়ালেন সুস্মিতা সেন৷ প্রেমিক ৫৬ বছরের ললিত মোদি

ফের নতুন সম্পর্কে জড়ালেন সুস্মিতা সেন৷ প্রেমিক ৫৬ বছরের ললিত মোদি

ফের নতুন সম্পর্কে জড়ালেন সুস্মিতা সেন৷ প্রেমিক ৫৬ বছরের ললিত মোদি৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে একের পর এক ছবি শেয়ার করে নেট দুনিয়ায় কাঁপুনি ধরিয়ে দিলেন প্রাক্তন আইপিএল কর্তা৷ জানিয়ে দিলেন, ডেটিং করছেন তাঁরা৷ খুব তাড়াতাড়ি বিয়েও করবেন৷ ললিতের পোস্ট করা ছবি দেখে মাথা ঘুরে গিয়েছে নেটিজেনদের৷ অবাক সুস্মিতার ভাই রাজীব সেনও৷ তিনি বলেন, ‘আমিও খুব অবাক হয়েছি৷ বোনের সঙ্গে কথা বলব৷’ 

সুস্মিতার সঙ্গে একের পর রোমান্টিক ছবি শেয়ার করে নতুন জীবন শুরুর কথা ঘোষণা করেন ললিত মোদি৷ টুইটে তিনি লেখেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম৷ আমার বেটার হাফ সুস্মিতা সেনের উল্লেখ না করলেই নয়৷ শেষ পর্যন্ত নতুন জীবন শুরু করছি৷’ এরপরই জল্পনা ছড়ায় দু’জনে বিয়ে করেছেন৷ যদিও বিয়ের খবর অস্বীকার করে দ্বিতীয় টুইট করেন ললিত মোদি৷ লেখেন, ‘এখনও বিয়ে করিনি৷ ডেট করছি৷ খুব তাড়াতাড়ি বিয়েও করব৷’ ললিতের সঙ্গে একটি ছবিতে সুস্মিতার বা হাতের অনামিকায় একটি আংটি দেখা গিয়েছে৷ মনে হচ্ছে, তারা বাগদান সেরে ফেলেছেন৷  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments