দিনহাটা:
প্রয়াত চিত্র শিল্পী অমল অধিকারীর সপ্তম প্রয়াণ দিবস পালন করা হল দিনহাটা থানাপাড়ায়। অংকন জগতে উত্তরবঙ্গের অন্যতম সেরা প্রতিভা বান শিল্পী ছিলেন অমল অধিকারী। যিনি অপু নামেই দিনহাটায় সুপরিচিত ছিলেন। অংকনকে নতুন দিশা দেখিয়েছিলেন তিনি। বর্তমানে দিনহাটায় তার বহু ছাত্র-ছাত্রী আজ প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। প্রতিবছর তার জন্মদিন এবং প্রয়াণ দিবস পালন করে আসেন তার ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দিনহাটা থানা পাড়ায় প্রখ্যাত শিল্পীর ছাত্র(বর্তমানে শিক্ষক)প্রসেনজিৎ ভৌমিক এর বাস গৃহে প্রয়াণ দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন নমিতা অধিকারী, অনুপ রায়, আবীর দেব,হীরক সরকার, বনশ্রী রায়, অরুপ সাহা, শুভ ময় মল্লিক, নন্দ দুলাল কুন্ডু ,গৌতম রায়, সুব্রত দত্ত, বীজন কুমার দে, রতন কর,সুমন সাহা, নেহাল অধিকারী,সৌগত রায়, সহ সকল শিল্পী এবং ছাত্র ছাত্রীরা। অমল অধিকারীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন সকলে।

চিত্রশিল্পী প্রসেনজিৎ ভৌমিক বলেন, “অপু দা আমাদের সকলের হৃদয়ে বেঁচে আছেন তার অসাধারণ শিল্প-সত্যার মাধ্যমে। উনার আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় থাকুক এটাই কামনা করি। উনার দেখানো পথেই আমরা আগামীতে এগিয়ে চলবো। উনি যেখানেই থাকুক ভালো থাকুক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *