পহেলা বৈশাখের রাতে পোস্ট অফিস সহ একাধিক দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর আর এস পোস্ট অফিসে গত রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো। এলাকার মানুষের কথা জানা যাচ্ছে রাত দুটোর সময় মেমারি থানার সিভিক প্রথমে ভলেন্টিয়ারদের নজরে পড়ে। তৎক্ষণাৎ ঘটস্থলে পুলিশ আসে এবং বুধবার সকালে ওই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মী আসার পর জানা যায় পোস্ট অফিস থেকে কোনো কিছু খোয়া না গেলেও, আলমারি ভেঙে সমস্ত কিছু ছড়িয়ে-ছিটিয়ে দেখতে পায়। এরপর এলাকার মানুষ জানাচ্ছে শুধু পোস্ট অফিস নয়, এর সাথে সাথে ওই স্টেশন চত্বরে ১২ থেকে ১৪ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কোন দোকানের তালা ভেঙে আবার কোন দোকানের এডভেস্টার কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। তবে আরো জানা যাচ্ছে, শুধুমাত্র ক্যাশ বাক্স ভেঙেই টাকা পয়সা নিয়েছে । পরপর একাধিক দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার ফলে আসে এবং প্রত্যেকটা দোকানে তারা পরিদর্শন করে দোকান এর মালিকের সঙ্গে কথা বলেন। এবং তদন্ত শুরু করে দ্রুত এই চোর বা চোরেদের পাকড়াও করে আইনের আওতায় নিয়ে আসবেন এমন তাই আসার দিন। এ ব্যাপারে পোস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মী এবং এলাকার দোকানদার কি জানাচ্ছেন চলুন আমরা জেনে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *