সপ্তমবারের জন্য সে রাজ্যে ক্ষমতায় ফিরছে ‘ডবল ইঞ্জিন’ সরকার। দুপুর ১২টা অবধি পাওয়া পরিসংখ্যান বলছে, দেড়শোরও বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। ২০১৭ সালের ফলের ধারেকাছে পৌঁছতে পারেনি কংগ্রেস। তথৈবচ অবস্থা কেজরিওয়ালের আপেরও।
মোদি-শাহ জুটি এবার ভোটে ভেঙেছে পুরনো সব রেকর্ড। এর আগে মাত্র একবারই গুজরাটে এত আসনে জয় পেয়েছিল কোনও রাজনৈতিক দল। সেটা ছিল কংগ্রেস। ১৯৮৫ সালে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে গুজরাটে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। সেটাই সর্বোচ্চ। এবারের প্রাথমিক ট্রেন্ড বজায় থাকলে কংগ্রেসের রেকর্ড গুড়িয়ে দেবে মোদি-শাহ জুটি। দেড়শোর বেশি আসনে জিতবে তারা। আবার ২০০২ সালে গেরুয়া ঝড়ে ১২৭ আসন এসেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ঝুলিতে। এবার কিন্তু সেই রেকর্ডও ভাঙতে চলেছে গুজরাটে। গেরুয়া সুনামিতে ভেসে যেতে চলেছে সমস্ত রেকর্ড। ইতিমধ্যে ৮০ শতাংশ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ প্রচুর আসন নিয়ে সপ্তমবারের জন্য সে রাজ্যে ক্ষমতায় ফিরছে পদ্মশিবির।
২০১৭ সালে গুজরাটে কোনওরকমে জয় পেয়েছিল বিজেপি। ম্যাজিক ফিগারের (৯২) চেয়ে মোটে ৭টি আসন বেশি পেয়েছিল তারা। বিজেপিকে কড়া টক্কর দিয়ে কংগ্রেস পেয়েছিল ৭৮টি আসন। এবার তারা খুইয়েছে বহু আসন। অথচ ভোটের আগে গুজরাটে তিন দশকের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে সরব হয়েছিল বিরোধীরা।