চন্দন কাঠ শুধুমাত্র পুজোর কাজে নয় শারীরিক সুস্থতার কাজেও ব্যবহার করা হয়। ঘরে চন্দন কাঠের গন্ধ থাকলে এক অদ্ভুত সুন্দর শান্তিময় পরিবেশ তৈরি হয়। অনেকে আবার নানান রকম কাজে এই চন্দনের কাঠের গুঁড়ো ব্যবহার করে থাকে। কিন্তু এই চন্দনগুঁড়োর থেকেও চন্দনের তেলের উপকারিতা আরো বেশি। চন্দন কাঠ থেকে পাওয়া তেল মানুষের অনেক রকম কাজে লাগে।

চন্দনের তেল মানসিক চাপ কমাতে সাহায্য করে। ত্বকের কোন জায়গায় কোনরকম সমস্যা দেখা দিলে এই চন্দনের তেল ব্যবহার করলে তা কমে যায়। রাতে ঘুমোনোর আগে এইতো যদি শোকেন তাহলে আপনার অনিদ্রা দূর হয়ে যাবে। এমনকি চন্দন তেল দিয়ে মাথা যন্ত্রণা দূর করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *