ময়নাগুড়ি, ৪ আগস্ট : পুকুরে শৌচকর্ম করতে গিয়ে পা পিছলে পড়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের জোড়পাকড়ি এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, মৃত ব্যাক্তির নাম বিশ্বনাথ রায় (৫২)। পেশায় তিনি ভ্যান চালক। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের এক পুকুরে পা পিছলে পড়ে যান ওই ব্যক্তি। কিন্তূ বাড়ির লোক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পান না। পরে বিকেল নাগাদ কিছু যুবক পুকুরে স্নান করতে গেলে ভেসে থাকতে দেখেন ওই ব্যক্তির দেহ। পরে স্থানীয়রা দেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। বৃহস্পতিবার মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি মর্গে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। মৃতের ভাইস্তা কৃষ্ণ রায় বলেন, "প্রতিদিনের মতো কাকা সকালে বাইরে গিয়েছেন। কিন্তু পরে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করি কিন্তু পাইনি। পরে বিকেল নাগাদ এলাকার কিছু যুবক পুকুরে স্নান করতে গেলে তার দেহ ভাসতে দেখে। স্থানীয়রা উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।"
