পঞ্চায়েত ভোটে মৃত্যুর সংখ্যা ৩২ গিয়ে দাঁড়ালো, এখনো আরো দুই ঘন্টার ভোট বাকি রয়েছে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হিংসার ছবি ফুটে ওঠে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে একই ছবি ধরা পড়ে। উত্তরবঙ্গের কুচবিহার সকাল থেকে উত্তপ্ত হয়। সাত সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী, দুপুরে গুরুবিদ্ধ হয়েছে তৃণমূল-বিজেপি উভয়েই। ভোট লুঠ থেকে ছাপ্পা নানান ঘটনা ঘটেছে। দিনহাটায় গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যু হয় বিজেপি কর্মীর।