ভোটের আগে আরও কঠোর কমিশন,অপসারিত ৪ পুলিশ আধিকারিক
ভোটের মধ্যেই আরও ৪ পুলিশ আধিকারিককে নির্বাচন কমিশন সরাল। পুরুলিয়ার SP, কাঁথির SDPO এবং কাঁথি লোকসভার আরও ২ থানার OC-কে ভোটের কাজে যুক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজ্য থেকে রাজনৈতিক মহল।
কাকে কাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন?
পুরুলিয়ার পুলিশ সুপার অপসারণ করা হয়েছে।
কাঁথির SDPO -কে অপসারণ করা হয়েছে
পটাশপুর ও ভূপতিনগরের OC -কে অপসারণ করা হয়েছে।
রবিবার পুরুলিয়ায় সভা করেছেন নরেন্দ্র মোদি। সেদিনই পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে কাঁথির এসডিপিও দিবাকর দাসকে। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুরের ওসি রাজু কুণ্ডুকেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ মে শনিবার ষষ্ঠ দফায় পুরুলিয়া, কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশ,অপসারিত ৪ পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন কোনও কাজের দায়িত্ব দিতে হবে।