নুসরাতের কোলে চড়ে ওরাংওটাংয়ের আদর; ঠোঁট দুটো একই’, নেটিজেনদের কটাক্ষ

লোকসভা নির্বাচনের টিকিট পাননি, তাই নেই কোনো প্রচারের ব্যস্ততা। তবে অনুরাগীদের মধ্যে ভালবাসা ছড়াতে ভোলেননি অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তীব্র গরমে যখন সাধারণ মানুষের প্রাণ হাসফাঁস করছে, তখন রবিবার সকলের জন্য ভালবাসা পাঠালেন অভিনেত্রী, সঙ্গী হলো ওরাংওটাং (Orangutans)। কিন্তু তাতেও মিলল কটাক্ষ। অভিনেত্রী নুসরত জাহান রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন। পরনে তার সাদা টি-শার্ট ও হটপ্যান্ট। তাঁকে জড়িয়ে কোলে চড়েছে এক ওরাংওটাং। গালে গাল ঠেকিয়ে আদুরে পোজে রয়েছে। ভালবেসে নুসরতের গালে একের পর এক চুম্বনও এঁকে দিল চারপেয়ে। ওরাংওটাঙের পরনে একটি হলুদ পোশাকও রয়েছে। ভিডিওয় লেখা, 'সেন্ডিং লাভ'। ভিডিওর ক্যাপশনে লেখা, 'খানিক ভালবাসা ও চুমু পাঠালাম... খুব ভাল রবিবার কাটুক...'। এই পোস্টে নেটিজেনরা তাকে কটাক্ষ করেন। বেশিরভাগই মিল খুঁজে মেলেন দু'জনের ঠোঁটে। ওরাংওটাঙের ঠোঁটের সঙ্গে নাকি মিল রয়েছে নুসরতের ঠোঁটেরও, দাবি এমনই তাঁদের। এক নেটিজেন লেখেন, 'দু'জনের ঠোঁটটা একই রকম'। আবার একজন লেখেন, 'ঠোঁটটা দু'জনেরই এক'। কেউ লিখলেন, 'একরকম কেন লাগছে?'সকলেই যেন এক সুরে কটাক্ষ শানিয়েছেন নুসরত জাহানের দিকে। তবে এতসব কটাক্ষের জবাব দেননি অভিনেত্রী। এর মধ্যে অনেকেই ভিডিওটি 'মিষ্টি' বা 'আদুরে' বলেও কমেন্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *