Saturday, April 20, 2024
Homeখেলাধূলানিউজিল্যান্ডকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ, ওডিআই র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত

নিউজিল্যান্ডকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ, ওডিআই র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত

একদিকে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ অন্যদিকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে পৌঁছালো ভারত। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারালো রোহিত শর্মার দল। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৮৫ রান তোলে ভারত। প্রথম জুটিতে ২১২ রান করে রোহিত শর্মা এবং শুভমন গিল। দুজনেই সেঞ্চুরি পূর্ণ করেন এদিন। তবে দুজনে আউট হওয়ার পর খেলা কিছুটা ধীরগতিতে গড়ায়। কোহলি সূর্য কুমার যাদব ঈশান কিসান আউট হয়ে যাওয়ার পর খেলার হাল ধরেন হার্দিক পান্ডিয়া। শার্দুল ঠাকুরের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তিনি , অর্ধশতরান পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। ৫০ ওভারে ৩৮৫ রান করে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমেই হোচট খায় নিউজিল্যান্ড। দলীয় ০ রানের মাথায় আউট হয়ে যান এলেন। এরপর খেলার হাল ধরেন নিকোলাস এবং কনওয়ে। শতরান পূর্ণ করেন ডেভিড কনওয়ে। দুরন্ত বোলিং করেন শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব। তিনটি করে উইকেট নিয়েছেন তারা। ৪২. ২ বলে ২৯৫ রানে থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস ৯০ রানে জয় পায় ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে শারদুল ঠাকুর, ম্যান অফ দ্যা সিরিজ শুভমান গিল। এই জয়ের সাথে সাথে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে পৌঁছল ভারত। পাশাপাশি পরপর সাতটি ওয়ান ডে সিরিজ জিতল রোহিত শর্মার দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments