নবমীর পুজো দেখে ভোরে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। নতুন বাজার সংলগ্ন এলাকায় ছোট চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, আহত হয়েছেন ৫ জন। ঘটনার বিবরণে জানা গিয়েছে মঙ্গলবার ভোর আনুমানিক পাঁচটা নাগাদ দিনহাটা থেকে পাঁচ বন্ধু ছোট চার চাকার গাড়ি করে নবমীর রাতে দুর্গা পূজা দেখে বক্সিরহাটের দিকে বাড়ি ফিরছিল। তবে সেই সময় ছোট চার চাকার গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার দরুন মূল রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নতুন বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। গাছে ধাক্কা মারায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচজন আহত হয়। স্থানীয়রা বিকট শব্দে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে দেখে একটি ছোট চার চাকার গাড়ি দুর্ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ পাঁচজনকেই উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায় স্থানীয়রা। স্থানীয়রা জানান তাদের সকলেরই বাড়ি বক্সিরহাট এলাকায়, তবে তাদের এখনো সঠিক নাম পাওয়া যায়নি এবং পাঁচ জন আহতের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *