নববর্ষে হাজার কণ্ঠে গান শিলিগুড়ি বাঘাযতীন পার্কে
শিলিগুড়ি,১৫ এপ্রিল: আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে ১৪৩২-কে স্বাগত জানালো আপামর বাঙালি। সেইমতো শিলিগুড়ি পুরনিগমের তরফে বাঘাযতীন পার্কে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হল।
এদিন প্রথমে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা হয়। নববর্ষের সকাল আরও সুন্দর করে তুলতে মঙ্গল শোভযাত্রা বের করা হয়। এদিনের এই শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সূর্যসেন পার্কে গিয়ে শেষ হয়।
এদিন বর্ষবরণের প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,মেয়র পারিষদেরা সহ অন্যান্য সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা।