Tuesday, December 5, 2023
Homeখেলাধূলাবিশ্বকাপ ফুটবল ২০২২নগ্ন হওয়া হলো না! ক্রোয়েশিয়ার বিদায়ে ইভানা অধ্যায়ও শেষ হল

নগ্ন হওয়া হলো না! ক্রোয়েশিয়ার বিদায়ে ইভানা অধ্যায়ও শেষ হল

বিশ্বকাপ ফুটবল মানেই গ্যালারিতে স্বল্পবসনা ললনা। ফুটবল বিশ্বকাপ আর এরকম ছবি থাকবে না সেটা হতে পারে না কিন্তু এবারের বিশ্বযুদ্ধের আসর বসেছে কাতারে। স্বল্প পোশাকের নিষেধাজ্ঞা ছিল সেখানে। স্বাধীনতা শব্দটা এখানে বেমানান। কিন্তু সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মিস ক্রোয়েশিয়া দর্শকদের মুগ্ধ করেছিল। বাচ্চা থেকে বুড়ো ক্লিভেজ দেখিয়ে সকলকেই তার ফ্যান বানিয়ে ফেলেছিলেন তিনি। এমনকি google সার্চ করেও তাকে দেখার হৈচৈ পড়ে যায়। তবে আর্জেন্টিনার ম্যাচে বিদায় বেলায় মন ভার হলেও ইভানা গ্যালারিতে ফ্যানদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েই কাতার ছাড়লেন।

ম্যাচের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় না আর্জেন্টিনা কোন আহামরি দল। আমাদের দিনটা ভাল ছিলনা আজ, এটাই বলব।’

ইভানা বলেছিলেন মদ্রিচরা বিশ্বকাপ জিতলে তিনি সব খুলে ফেলবেন, নগ্ন হয়েই ধরা দিবেন কিন্তু তেমনটা আর হলো না। আর্জেন্টিনার দুরন্ত ধর্মের কাছে রীতিমতো ছিটকে গেল ক্রোয়েশিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments