ধনতেরাস এর দিন কোন কোন জিনিস কেনা শুভ ; রইলো তালিকা !
ধনতেরস, অনেকের কাছেই এই উৎসব পরিচিত ‘ধনত্রয়োদশী’ বা ‘ধনবত্রী ত্রয়োদশী’ নামেও। ‘ধন’ শব্দের অর্থ ‘সম্পদ’ এবং ‘তেরস’ শব্দের অর্থ ‘ত্রয়োদশী’ অর্থাৎ তেরো। হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসের তেরোতম দিনে, অর্থাৎ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে গোটা বিশ্ব জুড়েই পালিত হয় উৎসব।এই দিন নানান রকমের জিনিস কেনার হিড়িক রয়েছে। কোন কোন জিনিস আজকের দিনে কেনা শুভ , রইলো তার তালিকা।
১) কথিত রয়েছে, এই দিন যদি সোনা কেনা যায় তা হলে ধনসম্পত্তি তিন গুণ বৃদ্ধি পায়।
২) রুপোর কয়েন বা রুপোর অন্যান্য জিনিস কেনাও এই দিন শুভ বলে মানা হয়। বিশেষ করে রুপোর গয়না যদি বাড়ির মহিলাদের উপহার দিতে পারেন তা হলে খুবই ভাল হয়।
৩) এই দিন বাড়িতে অবশ্যই নুন কিনবেন এবং সেই নুন দিয়েই বাড়ির সমস্ত রান্না করবেন।
৪) কথিত রয়েছে এই দিন নতুন ঝাঁটা কিনলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।
৫) ধনতেরসের দিন গুড়ের বাতাসা, গাঁট হলুদ, কড়ি, গোমতীচক্র, জায়ফল, হরিতকি, সুপুরি, ধান এই কয়েকটা জিনিস কেনা অত্যন্ত শুভ।
৬) এই দিন কিছুটা ধনে কিনে আনুন এবং তা লক্ষ্মীদেবীর সামনে লাল কাপড়ে মুড়ে রাখুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন সেই পুঁটলিটা টাকা রাখার জায়গায় রেখে দিন।
৭) বাড়িতে শিশু থাকলে তাকে এই দিন কিছু উপহার দিন।
৮) এই দিন বাড়িতে গণেশ-লক্ষ্মীর মূর্তি কেনা অত্যন্ত শুভ।