ক্রিকেট জগতে তাকে আমরা “ক্যাপ্টেন কুল” নামে সকলেই চিনি। যার ঝুলিতে রয়েছে ২০০৭-এ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ট্রফি, ২০১১ ওয়ার্ল্ড কাপ ট্রফি এবং ২০১৩ এর চ্যাম্পিয়ন ট্রফি। এছাড়াও আইপিএলের পাঁচটি লিগ টাইটেল রয়েছে তার ঝুলিতে। যে উইকেটের পিছনে থেকে ঠান্ডা মাথায় বিরোধী দলের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে পারে। ।যাকে খেলার মাঠে দেখার জন্য এখনো লাখ লাখ দর্শক ভিড় জমায় স্টেডিয়ামে। এবছর আইপিএল খেলার সময় তিনি মুম্বাইতে আসেন একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য। বিজ্ঞাপনের শুটিং চলাকালীন তিনি হুট করে থামিয়ে দেন শুটিং এর কাজকর্ম। তারপর কি করলেন ? তা জানলে আপনি ও অবাক হবেন! নিজের দেহরক্ষীকে ডেকে সকলের সকলের সঙ্গে তার জন্মদিন উদযাপন করলেন ধোনি। এমন কি নিজে জন্মদিনের গানের সঙ্গে সুর ও মেলালেন তিনি। এতো টুকু তো ঠিক ছিল, কিন্তু দেহরক্ষীর উচ্ছিষ্ট কেক নিজেই নিয়ে খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দেহরক্ষী নিজেও বুঝতে পারেন নি, যে তার সাথে এমন ঘটনা ঘটে চলেছে। ঘটনার পর, তিনি
আবেগপ্রবণ হয়ে পড়েন, এবং তার চোখে জল চলে আসে। বর্তমানে কোনো সেলিব্রেটি এমন কাজ করতে পারে, তা আমাদের ভাবনারও বাইরে। কিন্তু ধোনি সেই ব্যক্তি , যিনি অসাধারণ হয়েও সাধারণ মানুষের সঙ্গে অবাদে মিশে যেতে পারেন।