দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে মুটিয়া-মজদুর শ্রমিকদের জন্যে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়েছিল শনিবার। এদিন দিনহাটা মা মহা মায়া পাঠ সংলগ্ন এলাকায় এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অজয় মন্ডল। এই শিবিরে শ্রমিক বন্ধু দের রক্তচাপ নির্ণয়, অক্সিজেন স্যাচুয়েশন পরীক্ষা সহ আরো অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রেড ভলেন্টিয়ার্স দিনহাটার আহবায়ক শুভ্রালোক দাস বলেন এই লকডাউন এর ফলে কর্মহীন হয়ে পড়া মুটিয়া-মজদুর শ্রমিকদের জন্যে আমরা আজ রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে এই শিবির আয়োজন করেছিলাম, আগামীতে ও আমাদের এরম শিবির আরো হবে। আমাদের আজকের শিবিরে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের পাশে ছিলেন চিকিৎসক অজয় মন্ডল।

দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে মুটিয়া-মজদুর শ্রমিকদের জন্যে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

অনান্য খবর- NHRC -র চাঞ্চল্যকর রিপোর্ট, তালিকায় নাম উদয়ন-জ্যোতিপ্রিয়-শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর

শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

পরের খবর – দিনহাটায় আস্থা ফাউন্ডেশন এর করোনা সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিলি

নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে করোনা ফের মহামারীর আকার নিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। রাজ্যের প্রতিটি জেলায় হুহু করে বাড়ছে করোনা আক্রমণ। তবে তার মাঝে প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। তেমনি কোচবিহারের আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে দিনহাটা শহরের বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক প্রচার করা হল। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে আস্থা ফাউন্ডেশন এর সদস্যরা। করোনা আবহে সাধারণ মানুষ কে ভ্যাকসিন নেওয়ার জন্য সচেতন করা হয় পাশাপাশি সর্দি জ্বর হলে আবশ্যিকভাবে টেস্ট করার আবেদন জানানো হয়। উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশন এর সম্পাদক শংকর রায় এবং আরো অনেকে

The camp was held in the area adjacent to Dinhata Ma Maha Maya Path on this day. Prominent doctor of Dinhata Dr. Ajay Mandal was present in the camp. In this camp, other health check-ups including blood pressure diagnosis, oxygen saturation test are done. Shuvralok Das, convener of Red Volunteers Dinhata, said,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *