দিনহাটা: বিজেপিতে যোগদানের পর ফের তৃণমূলে ফিরে এল বেশ কয়েকজন কর্মী সমর্থক। দিনহাটার বিভিন্ন এলাকার তৃণমূলের বেশ কিছু পরিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় নয়ারহাটে বেশ কিছু কর্মী-সমর্থক আবার তৃণমূলে ফিরে এল। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক নেতৃত্ব আজিজার রহমান। দিনহাটা দুই নম্বর ব্লকের নয়েরহাট গ্রাম পঞ্চায়েতের কিষানগঞ্জ, করলা এই দুই এলাকার বেশ কিছু কর্মী কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেও এদিন তারা আবার তৃণমূলে ফিরে এলে এদেরকে স্বাগত জানান নেতৃত্ব।
এদিন বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদানের পর বেশ কয়েকজন বলেন,আমাদেরকে ভুল বুঝিয়ে ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে নিয়ে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে দেওয়া হয়।
তৃণমূল নেতা আজিজার রহমান বলেন, ভেটাগুড়িতে মন্ত্রীর বাড়িতে নিয়ে গিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় বিজেপি নেতৃত্ব। তারা বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এল।”