সমীর সরকার: দিনহাটার গোসানিমারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভিতরেই প্রতারণা, মহিলার ১৫,৫০০ টাকা উধাও।
এ বিষয়ে বুধবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা গ্রাহক জনতা রায়।
জানা যায়, দিনহাটার গোসানিমারি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে জনতা রায় নামের ওই মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দিতে গেলে দুই অপরিচিত ব্যক্তি তাকে বারবার ডেকে ডিপোজিট ফর্ম পূরণে সাহায্য করার প্রস্তাব দেয়। মহিলা প্রথমে রাজি না হলেও পরে তারা জোর করে তার কাছ থেকে ফর্ম ও পাসবুক নিয়ে টাকা গুনতে শুরু করে, ফর্মে লিখতে শুরু করেন। এরপর টাকা গোনা শেষ হলে, ওই মহিলাকে টাকা ফেরত দিয়ে সেখান থেকে তারা চলে যান। কিন্তু টাকা ফেরত দিলেও পরে ওই মহিলা দেখেন, তার ২৮ হাজার টাকার মধ্যে ১৫,৫০০ টাকা উধাও। সন্দেহ হওয়া মাত্রই তিনি দেখতে পারেন ওই দুজন সেখান থেকে চলে গেছেন।
ওই মহিলা ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং দিনহাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে। ঘটনায় একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।