মিল্টন সরকার:
ডঃ অজয় মণ্ডল এবং তার টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার অসহায় শিশুর পরিবারের হাতে ল্যাকটোজেন তুলে দেওয়া হয়। এদিন দিনহাটা ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীর ৩২ জন, স্টেশন পাড়া ঝুনঝুন পট্টির ১০ জন এবং সাহেবগঞ্জ রোড এর পাঁচজন বাচ্চার পরিবারকে ল্যাকটোজেন দেওয়া হয়। লকডাউন এর জেরে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় অসহায় এই পরিবারগুলি তাদের বাচ্চাকে দুধ অথবা লেকটোজেন দিতে অসুবিধা হয়ে পড়ছে। তাদের পাশে ফের একবার ত্রাতা হয়ে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট ডাক্তার তথা সমাজসেবী অজয় মণ্ডল।
সারা বছর ধরে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ান তিনি এবং তার টিম। আজকের ল্যাকটোজেন তুলে দেওয়ার পর ডাক্তার বাবু বলেন, লকডাউনে কাজ কর্ম হারিয়ে অসহায় হয়েছে বহু পরিবার। বেশ কিছু পরিবারের ছোট্ট শিশু রয়েছে তাদের জন্য ল্যাকটোজেন কিন্তু এই মুহূর্তে হিমশিম খাচ্ছে পরিবারের লোকজন। সেই সমস্ত শিশুদের কথা ভেবে তাদের পরিবারের হাতে ল্যাকটোজেন তুলে দিলাম।