দিনহাটা:
দিনহাটা ২ ব্লকের কিশামতগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নিশীথ প্রামানিকের সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করছে শাসক দল। সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বিষয়ে বিজেপির দিনহাটা তিন নম্বর মন্ডল সভাপতি কমল বর্মন অভিযোগ করে বলেন আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিক এর বিজয় সংকল্প সভা ছিল এই সভামঞ্চে। তিনি আরো বলেন আজ সেখানে একটি বড় যোগদান কর্মসূচি ছিল। সেই যোগদান কর্মসূচির কথা শুনে গতকাল রাতে তৃণমূলের হার্মাদরা সেই সভামঞ্চ ভাঙচুর ও পুড়িয়ে দেয়। তবে আজ সংশ্লিষ্ট মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পাশে একটি নতুন সভামঞ্চ করে সেখানে বিজয় সংকল্প সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা হয়েছে।