দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বিতর্ক অব্যাহত
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলার প্রতিটা বাড়িতে দিঘার জগন্নাথ মন্দিরের পুজোর প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বলে, ওটা প্রসাদ নয়, স্থানীয় দোকানো বানানো প্যারা। শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের গোটা পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। একইসঙ্গে বিরোধীদের অপপ্রচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দাগেন। ইন্দ্রনীল বলেন, “সব মানুষের কাছে এই প্রসাদ যাবে। হিন্দু, মুসলিম, শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ এই প্রসাদ পাবেন। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ায়ের প্রকল্প। ধর্ম আমার ধর্ম তোমার, উৎসব যেমন সবার, এই মহাপ্রসাদও সবার। বাংলার মানুষ জানেন, বিশ্বের মানুষের কাছে প্রমাণ করলেন, ওনার মতো সেকুলার একজন প্রশাসক ভারতবর্ষ কখনও দেখেনি।”
মন্ত্রী এদিন পরিষ্কার জানিয়ে দেন, খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে বলে যে অপপ্রচার চলছে তা সম্পূর্ণ মিথ্যা। এরকম কোনও পরিকল্পনা রাজ্য সরকারের নেই। এমন কোনও সার্কুলারও হয়নি। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি দিঘার প্রসাদ বিলি নিয়ে কুৎসা ও মিথ্যাচার করেছেন অভিযোগ করে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পরামর্শ, “দিঘার জগন্নাথ ধাম নিয়ে কুকথা বলার আগে যদি নিজেকে শুভেন্দু প্রকৃত হিন্দু মনে করেন, তাহলে একবার জগন্নাথদেবকে দর্শন করে আসুন। জগন্নাথে আস্থা রাখুন।”