১৬ ই জুন থেকে জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ হতেই, দর্শন দিতে স্বয়ং গজরাজ বেড়িয়ে এলেন বাইরে।
জঙ্গল থেকে বেরিয়ে ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি নদীর ধারে চলে আসলো হাতি। আর বুনো হাতি দেখতে পর্যটক সহ স্থানীয়দের ভিড়। সম্প্রতি একটি হাতি পানঝোরা জঙ্গল থেকে বেরিয়ে আসে মূর্তি নদীর ধারে।হাতি বেড়িয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই বহু পর্যটক সহ স্থানীয়রা হাতি দেখার জন্য ভিড় জমায়। অনেকেই দুর থেকে হাতিটির ছবি ক্যামেরা বন্দী করেন।খবর পেয়ে এলাকায় পৌঁছায় মূর্তি বিটের বনকর্মীরা।হাতিটি কিছুক্ষণ মূর্তি নদীর ধারে ঘোরাফেরা করার পর ফের জঙ্গলে ফিরে যায়।উল্লেখ্য, মাঝেমধ্যেই জঙ্গল থেকে হাতি, বাইসন,গন্ডার সহ অন্যান্য বন্যপ্রাণীরা বের হয়ে মূর্তি নদীতে আসে জল পান করার জন্য। আর এদিন হঠাৎ করে মূর্তি নদীর পাশে হাতি দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি জঙ্গলে প্রবেশ করতে না পারা পর্যটকেরা।