সংবাদের শিরোনামে আবারও উঠে এসেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার প্রাক্তন স্বামী শোয়েব মালিক।পাকিস্তানি অভিনেত্রী নওয়াল সইদ, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানি চ্যাট শো ‘লাইফ গ্রিন হ্যায়’-এ এক পাকিস্তানি ক্রিকেট তারকাকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন। কিন্তু এই অভিযোগের আঙ্গুল কি শোয়েব মালিকের দিকেই?- অনেকের মনেই প্রশ্ন। পাক ক্রিকেট তারকা এদিকে চলতি বছরের ২০ জানুয়ারি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিজের বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নওয়াল জানান যে, "বহু ক্রিকেটারই আমাকে ডিএম করে থাকেন। আমি এমন অনেক ক্রিকেটারের মেসেজ পান, যাঁরা বিবাহিত কিংবা সম্পর্কে লিপ্ত!" সেই ক্ষেত্রে সঞ্চালক প্রশ্ন করেন যে এই তালিকায় নাসিম শাহ রয়েছেন কি না? তবে বিষয়টি হেসেই উড়িয়ে দেয় অভিনেত্রী। তারপর শোয়েবের নাম করে তাকে প্রশ্ন করা হয় । কিন্তু তিনি কায়দা করে বিষয়টা এড়িয়ে যান। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এতে প্রশংসার কোনও বিষয় নেই। শুধু আমার এটাই মনে হয় যে, ক্রিকেটারদের এমনটা কখনওই করা উচিত নয়।অভিনেতা-অভিনেত্রীদের তুলনায় ক্রিকেটার কিংবা ক্রীড়াবিদদের আদর্শ বলে মনে করেন মানুষ। তাই মানুষ যদি আপনাদের এক বড় বলে মনে করেন… (তাহলে এমনটা একেবারেই করা উচিত নয়)।” অন্যদিকে শোয়েব সম্প্রতি নতুন বউ সানা জাভেদের ৩১-তম জন্মদিন পালন করেছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী তাদের দুষ্টু - মিষ্টি ছবি শোয়েব মালিককেও ট্যাগ করে লিখেছেন “শুধু আমরা দু’জন (গোলাপ ফুলের ইমোজি)। সুন্দর একটা জন্মদিনের জন্য ধন্যবাদ (হার্ট ইমোজি)।” যা নিয়ে সানিয়া মির্জার ভক্তরা বিষয়টি ঠিক ভাবে গ্রহন করতে পারে নি। সানাকে ট্রোল করে কেউ লিখেছেন আমরা আপনাকে ঘৃণা করি।” অন্য একজন আবার লিখেছেন, “দ্য মোস্ট হেটেড কাপল ইন ২০২৪।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *