তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এর উপর হা*মলা, ধৃত অভিষেক
নিজের বাড়িতেই হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাবরার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সল্টলেকে নিজের বাড়িতে হামলার মুখে পড়েন তিনি। জানা যায় এদিন সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন সেই সময় অতর্কিত তার উপর হামলা চালায় এক যুবক। তার নাম অভিষেক দাস। যদিও কোন ভাবে রক্ষা পেয়ে যান বিধায়ক। নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে ধরে ফেলেন।
সূত্রের খবর ওই যুবক মানসিক ভারসাম্যহীন। একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে খবর। তবে কিভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকলো তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। এসে যুবককে গ্রেফতার করে।


