ডুয়ার্সে এসে জঙ্গল সাফারিতে রীতিমতো হাতির তাড়া খেয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য
উল্লেখ্য দুদিনের উত্তরবঙ্গ সফরে এসেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য। গত ২৩ শে মার্চ আলিপুরদুয়ারের একটি কলেজের অনুষ্ঠানে আসেন তিনি। ছিলেন বাচিক শিল্পী সাম্য কারফাও । পরদিন ২৪ শে মার্চ ডুয়ার্সের জয়ন্তীতে বেড়াতে যান মনোময় ভট্টাচার্য এবং তার টিম। সেখানে জঙ্গল সাফারি করেন তিনি। কিন্তু বন্যপ্রাণীর কখন দেখা পাওয়া যাবে এটা কেউই বলতে পারেনা। জানা যায় এদিন জঙ্গল সাফারি নির্দিষ্ট গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করতেই হাতির পালের মুখোমুখি হন তারা। একটি বিরাট হাতি প্রথম তাদের গাড়ি আটকে দেয়। পরবর্তীতে তাদের গাড়ির দিকে তেড়ে আসে। সেই সময় গাড়ির চালক এবং ফরেস্ট গাইডের উপস্থিত বুদ্ধিতে সেখান থেকে পলায়ন করেন সকলে। সেই মুহূর্তের কিছু ভিডিও, ক্যামেরাবন্দি করেছেন তারা সকলেই।
কিন্তু সামনাসামনি হাতি দেখার আনন্দের পাশাপাশি হাতির তাড়া খেয়ে ফিরে আসার এই অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করেছেন মনোময় ভট্টাচার্য। হাতি ছাড়াও জঙ্গলে অন্যান্য বেশ কিছু বন্যপ্রাণীর দেখা পেয়েছেন তারা। তবে সাক্ষাৎ গজরাজ এক্কেবারে সামনে চলে আসায় অবাক হওয়ার মতই ঘটনা।
মনোময় ভট্টাচার্য, তার টিমের সকল সদস্য এবং সাম্য কারফা সকলেই এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান। তবে ডুয়ার্সের জঙ্গল ঘুরে, তাজা অক্সিজেন নিয়ে বেশ খুশি সকলেই। মনোময় ভট্টাচার্য বলেন, “অনেকবার ডুয়ার্সে এসেছি হতাশ হয়েছি। হাতি দেখতে পাইনি, হাতে দেখতে খুব ভালোবাসি আমি। এত সুন্দর অভিজ্ঞতা হলো হাতি আমার সামনে, সাথে বাচ্চা হাতিও ছিল। সেই বাচ্চা হাতিকে রক্ষা করতে হাতি আমাদের তাড়াও করলো। সেই তাড়া খেয়ে আমরাও ব্যাক করছি সে এক অদ্ভুত দৃশ্য। গজগামিনি চালে হাতির দৌড়ানো লাইফ টাইম এচিভমেন্ট দারুন লাগলো”