শিলিগুড়ি: ফের একবার সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জয়ন্ত রায়,শিবু দাস ও দীপঙ্কর ভক্ত। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে খবর আছে ১০ থেকে ১২ জন দুষ্কৃতী ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছে। এরপরেই অভিযান চালানো হয় তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেল তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে নকল পিস্তল,রড,বেসবল ব্যাট সহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।