গত পরশু বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় নিহত দিনহাটা ওকড়াবাড়ির বাসিন্দা জিসান আলম এর মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।পরিযায়ী শ্রমিক জিসান বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বাড়িতে রয়েছে তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী,স্বামীর মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়ে সে।ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে পৌঁছে যায় সিপিআই (এম) নেতৃত্বরা। জিসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশপাশি তার পরিবারের পাশে সর্বতভাবে থাকবার আশ্বাস দেন তারা।শুধু তাই নয় জিসানের অন্ত:স্বত্তা অসুস্থ স্ত্রীকে দিনহাটা মহুকুমার হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করে তার চিকিৎসার ব্যাবস্থা করেন সিপিআই (এম) নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,গোসানীমারি এরিয়া কমিটির সম্পাদক এমদাদুল হক, সিপিআইএম নেতা ইনসাফ উদ্দিন আহমেদ, বাদশা রহমান প্রমুখরা।